বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারসহ ১৭ জন বাংলাদেশিকে ওমানে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই মুহূর্তে কেউ পুলিশ হেফাজতে নেই। ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, বৈঠক করার অনুমতি না থাকায় তাদের আটক করা হয়েছিল। ওমানে বৈঠক করার জন্য অনুমতি লাগে।
আটকের পর ওমানে বাংলাদেশ মিশন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুই পক্ষের মধ্যে আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার মাস্কাটের হাফফা হাউস হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
খাদিজাতুল আনোয়ার চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। তিনি ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি এমপি হিসেবে শপথ নেন।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।
—–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম