November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 1st, 2021, 9:51 pm

টাঙ্গাইলে প্রবল স্রোতে ভেঙে পড়েছে কালভার্ট

জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে প্রায় ১০টি এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১লা সেপ্টম্বর) ভোরে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে এলজিইডির অধীনে নির্মিত হয় ওই কালভার্ট। ঝুঁকিতে থাকায় এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করেন। কর্মকারপাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি ভেঙে পড়ায় ১০-১৫টি গ্রামের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুুর্ভোগে পড়েছে মানুষ। বাধ্য হয়ে নৌকায় পারাপার হচ্ছেন তারা। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, সকালে কালভার্টটি ভেঙে পড়েছে। কালভার্টটি ভেঙে পড়ায় স্থানীয়রা চরম সমস্যায় পড়েছেন। এ বিষয়ে বাসাইল উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। কালভার্টের পরিবর্তে সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।