September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 12th, 2023, 5:56 pm

শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ, আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এসময় মো. সোহেল নামে এক যাত্রীকে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।

শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ তাকে আটক করা হয়।

রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোহেল নামের ওই যাত্রী ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ ৬৮ হাজার টাকা), ৪০০ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৬০ টাকা), ২০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকা), ৮ হাজার ৩৫০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৫ হাজার ৯৭৫ টাকা) ও ৬১৮ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা) পাচারের চেষ্টা করেছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার করি।

তিনি বলেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ লাখ ৭৬ হাজার ৪৪৫ টাকা।

বিদেশি মুদ্রাগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের পর ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলায় পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

—-ইউএনবি