September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 13th, 2023, 7:47 pm

প্রয়োজনে ডিম আমদানি করা হবে: মন্ত্রী

ফাইল ছবি

ডিমের দাম না কমলে সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ডিম আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম নির্ধারণ করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যাবে।’

রবিবার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা শহরের বিভিন্ন পাইকারি বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছেন।

তিনি বলেন, ‘ডিম আমদানি বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। ডিম আমদানির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।’

চিনির দাম নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনিবোঝাই জাহাজ আসতে দেরি বা খালাসসংক্রান্ত জটিলতার কারণে চাহিদা মেটাতে আমরা স্থানীয় বাজার থেকে চিনি সংগ্রহ করছি।’

কোটার মাধ্যমে ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে তিনি ভারতে যাচ্ছেন এবং ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

—ইউএনবি