অনলাইন ডেস্ক :
আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ধর্মীয় র্যালী (জুলুছ) প্রতি বছরের ন্যায় এ বছরও আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স:) যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকার সময় ‘জশনে জুলুছ’ বের হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
যা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গন হতে এক র্যালি (জুলুছ) বাহির হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, (মোহাম্মদপুর পোস্ট অফিস) মোহাম্মদপুর বাস্টাল্ড, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী হয়ে মাদ্রাসার সম্মুখ্যে এসে শেষ হবে। জুলুছে নেতৃত্ব দেন ও জুলুছ শেষে মাহফিলে সভাপতির আসন অলংকৃত করেন আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃ জিঃ আঃ)।
উক্ত জুলুছ ও মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ওলামায়েকেরাম, দেশবরেন্য গবেষক, ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগী এবং সরকারি – বেসরাকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি