অনলাইন ডেস্ক :
এশিয়ান গেমস বক্সিংয়ে বুধবার বাংলাদেশের সবার দৃষ্টি ছিল যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি জিন্নাত ফেরদৌসের দিকে। কিন্তু আশাহত করলেন ২৯ বছর বয়সী বক্সার। শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেননি জিন্নাত। গেমসের পঞ্চম দিনে প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছে। ৫০ কেজি ওজন শ্রেণিতে মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন জিন্নাত। চার জাজের বিচারে সমান ৩০-২৭ পয়েন্টে হেরেছেন জিন্নাত। আর অন্য জাজ দিয়েছেন ৩০-২৬ স্কোর।
হ্যাংজু জিমনেসিয়ামে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিন্নাত। ম্যাচ হেরে কষ্ট পেয়েছেন। ভবিষ্যতে আরও ভালোভাবে তৈরি হয়ে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। জিন্নাত আগামী বছর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘চেষ্টা করেছি, হয়নি। বাংলাদেশের হয়ে খেলেছি, ভালো লাগছে। সামনের দিকেও দেশের হয়ে খেলতে চাই।’
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২