অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সিন্ধু প্রদেশের কাশমোর জেলার কান্ধকোট তহসিলের মেহওয়াল শাহ এলাকায় একটি বাড়িতে রকেট লঞ্চারের শেল বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারিয়েছেন এবং একজন মহিলা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। কাশমোর-কান্ধকোটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) রোহেল খোসো ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু, দুইজন মহিলা এবং দুইজন পুরুষ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও বলেন, আহত মহিলাকে কান্ধকোট থেকে লারকানা হাসপাতালে রেফার করা হয়েছে এবং মৃতদেহগুলো কান্ধকোট সিভিল হাসপাতালে আনা হয়েছে। হতাহত সকলে এক পরিবারের।এসএসপি খোসো বলেছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। শিশুরা মাটিতে খেলার সময় একটি রকেটের শেল খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরে এটি বিস্ফোরিত হয়ে আটজন মারা যায়। তদন্ত চলছে এবং কান্ধকোট সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২