November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 1st, 2023, 7:12 pm

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২, আহত ২৫

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের এক টুকরো জমি নিয়ে নিহত দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও এ নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯টার দিকে আবারো দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ই্উসুফ আলী নামে দুই যুবক প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।

পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। এছাড়াও উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বাহুবলে সংঘর্ষের খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ জনকে আটক করে বাহুবল থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, নিহত ২ জনের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

—-ইউএনবি