November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 2nd, 2023, 8:56 pm

দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন ইন্দোনেশিয়ায়

অনলাইন ডেস্ক :

দ্রুতগতির বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম। এর আগে বেশ কয়েক বার ট্রেনটি উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হলেও সোমবার (২ অক্টোবর) থেকে চালু হয়েছে ট্রেনটি। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, চীনের সহায়তায় ৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের এ প্রকল্পকে ‘ইন্দোনেশিয়ার পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

১৩৮ কিলোমিটার দীর্ঘ এই উচ্চ গতির বুলেট ট্রেনটির আনুষ্ঠানিক নাম ‘হুশ’। সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বা ২২০ মাইল। বুলেট ট্রেনে চড়ে রাজধানী জাকার্তা থেকে বানদুং শহর যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট, যার দূরত্ব ১৪০ কিলোমিটার। অথচ আগে এই পথ পাড়ি দিতে সময় লাগতো প্রায় ৩ ঘণ্টা।

রাজধানীর কেন্দ্রীয় রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন একবারে ৬০০ যাত্রী পরিবহণ করতে পারবে। এই বুলেট ট্রেন ইন্দোনেশিয়ার যোগাযোগব্যবস্থার একটি মাইলফলক বলেন তিনি। জানা যায়, এটি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ। প্রায় এক দশকেরও বেশি পুরনো এই উদ্যোগে একাধিক দেশে অবকাঠামোগত প্রকল্পে পৃষ্ঠপোষকতা করছে বেইজিং। ইন্দোনেশিয়ার চারটি প্রতিষ্ঠান ও চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল কোম্পানির সমন্বয়ে গঠিত পিটি কেসিআইসি সংস্থা এই রেললাইন নির্মাণ করেছে।