অনলাইন ডেস্ক :
লন্ডনের লুটন বিমানবন্দরে ভয়াবহ আগুন লাগায় সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানবন্দরটির একটি টার্মিনালে গাড়ি রাখার জায়গায় আগুন লেগেছে। সাধারণ মানুষকে ওই এলাকায় এড়িয়ে যেতে বলা হয়েছে। বেডফোর্ডশায়ার ফায়ার সার্ভিস বলছে, টার্মিনাল ২ কার পার্কিং আগুনের বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। সেখানে এক সঙ্গে প্রায় এক হাজার ২০০টি গাড়ি রাখা যায়। আগুনে চার দমকলকর্মী এবং বিমানবন্দর এক কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে আরো একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য বুধবার (১১ অক্টোবর) কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে। বিমানবন্দরের পক্ষ থেকে আরো বলা হয়েছে, একটি গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তারিত আর কিছু জানায়নি। পনেরটি দমকল বাহিনীর গাড়ি আগুন নেভাতে অংশ নিয়েছে। ফ্লাইট স্থগিত হওয়ার কারণে সকালে শত শত মানুষ আটকা পড়েছে বিমানবন্দরে। সূত্র: বিবিসি
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু