জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল প্রত্যাশিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর প্রিমিয়ার বৃহস্পতিবার হয়েছে।
চলচ্চিত্রটি শুক্রবার দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র কেন্দ্রে চলচ্চিত্রটি দেখার জন্য আয়োজিত প্রিমিয়ার শোতে অভিনেতা, অভিনেত্রী এবং যুক্ত অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের মাধ্যমে জাতি ইতিহাসের অনেক অজানা ঘটনা ও নতুন অধ্যায় জানতে পারবে।
তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে দেশের সব সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে এবং আমি এর মুক্তির ঘোষণা দিচ্ছি।’
মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির পরিচালনা করেছেন নির্মাতা শ্যাম বেনেগাল।
চলচ্চিত্রটির ২৭ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চলচ্চিত্রটির প্রযোজক বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের তথ্য ও সম্প্রচার। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এনএফডিসি) লিমিটেড এর নির্বাহী প্রযোজক।
চলতি বছরের ৩১ জুলাই দুই দেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় চলচ্চিত্রটি।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
—–ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২