অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের মাঝপথে বুধবার ঢাকায় ফিরেছিলেন লিটন দাস। কলকাতায় পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে দিল্লিতে যাননি এই ওপেনার। শুক্রবার দলে যোগ দিলেন এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। গত বুধবার বিশ্বকাপের বাংলাদেশ দলের এই টিম ম্যানেজার জানিয়েছিলেন, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফেরেন লিটন। বিশ্বকাপে লিটনের সময় খুব একটা ভালো কাটেনি। সর্বোচ্চ ৭৬ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে।
এ ছাড়া ভারত ম্যাচে ৬৬ রান করেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে তার রান ছিল ৪৫। তার সবগুলো প্রচেষ্টা বিফলে গেছে। আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হারের বৃত্ত ভাঙার অপেক্ষায় সাকিব আল হাসানরা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা