জেলা প্রতিনিধি, সাভার:
সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিএনপি নেতা ইউসুফ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার রাত পৌনে ১০ টার দিকে কাউন্দিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য ইউসুফ ব্যাপারী (৪৫) আমিনবাজারের বেগুনবাড়ি পূর্বপাড়া এলাকার ইউনুছ ব্যাপারীর ছেলে। তিনি আমিনবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আমিনবাজারের পাশের ইউনিয়ন কাউন্দিয়া এলাকায় শ্বশুড়বাড়িতে পলাতক অবস্থায় ছিলেন।
সাভার মডেল থানাধীন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ প্রতিবেদককে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাস পোড়ানো, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার তথ্য আছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলাও রয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি পলাতক ছিলেন।”
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ