হিন্দু ধর্মালম্বীদের কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে ২ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন।
এ তথ্য নিশ্চিত করেছেন স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।
ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ৩ সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় রবিবার (১২ নভেম্বর) থেকে সোমবার (১৩ নভেম্বর) ২ দিন আমদানি-রপ্তানিকারকেরা সকল প্রকার ব্যবসায়ী কর্মকাণ্ড বন্ধ রেখেছেন। যার ফলশ্রুতিতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়েছে। তবে উভয় দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (পুলিশ ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকির কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির জানান, ‘কালীপূজায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা রয়েছে।’
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, ‘কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছিলেন। ব্যবসায়ীরা কাজকর্ম বন্ধ রাখলে এমনিতেই স্থলবন্দর অচল হয়ে যায়।’
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি