অনলাইন ডেস্ক :
কাজাখস্তানের একটি হোস্টেলে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দেশটির বৃহত্তম শহর আলমাতিতে ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। শহরের জরুরি পরিষেবা বিভাগ অনুসারে এই তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) একটি বিবৃতিতে বিভাগটি বলেছে, “১৩ জনের মৃতদেহ পাওয়া গেছে, তাদের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছে।” ভোর সাড়ে ৫টার পর প্রাক্তন রাজধানীর কেন্দ্রে আদি শারিপভ স্ট্রিটে আগুন লাগে।
বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা সাত মিনিট পর একটি তিন তলা আবাসিক ভবনের সামনে পৌঁছায়। যে ভবনটিতে আগুন লেগেছিল। জরুরি বিভাগ জানিয়েছে, আগুন লাগার সময় হোস্টেলে ৭২ জন ছিলেন, যাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। সূত্র: টিআরটি ওয়াল্ড
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু