অনলাইন ডেস্ক :
রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নামের এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় প্রাইভেটকারচালক মো. শাকিলকে (২৬) আটক করেছে থানা পুলিশ। নিহত শান্ত শিক্ষার্থী আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রাইভেটকারচালক শাকিলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টমেন্ট থানার ওসি কাজী শাহান হক। তিনি শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে প্রাইভেটকারচালক শাহীনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাড়িটি জব্দ করা হয়েছিল। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নামের ওই স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা রাতেই দুই ঘণ্টার বেশি সময় ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটকারচালকের গ্রেপ্তার দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। রাতেই ওসি শাহান হক জানিয়েছিলেন, রাত ৯টার দিকে ওই শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্বরে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। প্রাথমিকভাবে জানা যায়, সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি ছাত্র ছিল। রাতে শিক্ষার্থীরা ইসিবি চত্বর অবরোধ করলে ওই সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাইভেটকারচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সাড়ে ১১টার পর অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়।
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র