October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 17th, 2021, 7:57 pm

অনুশীলন না করেই মাঠ থেকে ফিরলেন টাইগাররা

নিজস্ব প্রতিবেদক:

অনুশীলন শুরু করতে বাংলাদেশের অপেক্ষা বাড়ছে আরও। অনুমতি দেওয়ার এক দিন পরেই তা প্রত্যাহার করে নিয়েছে নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোয়ারেন্টিনের মধ্যে থেকে আগের কয়েকদিন জিম করার অনুমতি ছিল যাদের, তারা মাঠে গিয়ে অনুশীলনের অনুমতি পেয়েছিলেন। যদিও বিরূপ প্রকৃতির কারণে বৃহস্পতিবার অনুশীলন না করেই মাঠ থেকে ফিরতে হয় তাদের। তবে এবার সেটাও বাতিল হয়ে গেল। সফরকারীদের টিমস অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল শুক্রবার জানান, দুই দিনের জন্য তাদের অনুশীলন স্থগিত রাখার কথা বলা হয়েছে। “সরাসরি নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই মন্তব্য এসেছে। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত এসেছে। আমরা তিনটি কোভিড পরীক্ষা করিয়েছি, আমাদের আরও একটি পরীক্ষা বাকি রয়ে গেছে। যেটায় নেগেটিভ হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম।” নাফিস জানান, বাংলাদেশ বাড়তি যে সুবিধা পেয়েছিল, তার কিছুটা মূলত বাতিল হয়ে গেল এই সিদ্ধান্তে। “আগে থেকেই নিউ জিল্যান্ডে নিয়ম ছিল ১৪ দিনের কোয়ারেন্টিন। সফরের কিছু দিন আগে সমঝোতার মাধ্যমে এটা সাত দিন করা হয়। এর সঙ্গে ছিল (হোটেলে) তিন দিন (কোয়ারেন্টিন)। মূলত এটা ১০ দিনের সব সময়ই ছিল। প্রথম সাত দিন ছিল এমআইকিউতে, বাকি তিন দিন হোটেলে। হোটেলে থাকার তিন দিনে অনুশীলন করা যাবে। তবে হোটেলে ফিরে গিয়ে আইসোলেশনেই থাকতে হবে।” “এখন হয়ত একটাই পরিবর্তন আসবে, এমআইকিউর অধীনেই আমাদের ১০ দিন থাকতে হতে পারে। আর কাল যে অনুশীলনের অনুমতি পেয়েছিলাম, অনিবার্য কারণবশত সেটা সরকারের পক্ষ থেকেই নিষেধ করা হয়েছে।” স্পিন কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ হওয়ার পর একটা চাপা শঙ্কা ছিল দলে। অন্য আরও কজন না আক্রান্ত হন! শেষ পর্যন্ত সবশেষ কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছেন দলের বাকি সবাই। বড় এক দুর্ভাবনাও তাই সরে গেছে দল থেকে। এর সঙ্গে নাফিস জানালেন সুখবর। ধীরে ধীরে সেরে উঠছেন স্পিন কোচ। “হেরাথ ভালো আছেন। দিন দিন তার অবস্থার উন্নতি হচ্ছে। তার সঙ্গে দলের নিয়মিত যোগাযোগ রয়েছে। আশা করছি, শিগগির তাকে আমাদের সঙ্গে পাব।” যে উড়ানে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল, সেই ফ্লাইটেই একজন যাত্রী কোভিড পজিটিভ হন। বিমানে সেই যাত্রীর আশপাশে থাকা সবার জন্য তাই আইসোলেশনের মেয়াদ বাড়তি। মুমিনুল, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলিরা আছেন সেই দলে। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে তারা ছাড়া পাবেন সোমবার। নিউ জিল্যান্ডে এবার দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, যে সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১ জানুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।