October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 7:42 pm

আদালতে হাজিরা দিলেন পরীমণি, পেছালো সাক্ষ্যগ্রহণ

অনলাইন ডেস্ক :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিনেত্রী পরীমণি আদালতে হাজিরা দিয়েছেন। তবে সাক্ষী না আসায় নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণি হাজিরা দেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘আজ পরীমণির পক্ষে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফের আবেদন করা হয়। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২ জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। এ ছাড়া আজ সাক্ষী না আসায় একই তারিখে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।’ গত বছরের ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমণিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।