October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 1st, 2023, 7:45 pm

‘আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই’

অনলাইন ডেস্ক :

দিনটা ছিল ২১ ফেব্রুয়ারি। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি তুলেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্টও করেছিলেন তারা। আর সেটি নেটিজেনদের একাংশের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছিল। এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী শুভশ্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাজকে চুমু নিয়ে কটাক্ষের জবাবে শুভশ্রী বলেন, ‘যারা ট্রোল করেন, তাদের কোনো অস্তিত্বই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই।’ রাজের রাজনৈতিক পদক্ষেপ, ছেলে ইউভানকে সোশ্যাল মিডিয়ায় আনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এ প্রসঙ্গে শুভশ্রী বলেছেন, ‘রাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর থেকেই কিছু লোক নানান কিছু নিয়ে সমালোচনা করছেন। তবে আমি এবং আমার পরিবার ভীষণ ইতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাসী। তাই সমালোচনায় কান দিই না। কর্মফলে বিশ্বাস করি। আমরা জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করি।’ তবে শুধুই কি সমালোচনা? না, অনেকে রাজ-শুভশ্রীকে সমর্থনও করেছেন। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘সত্যিই অবাক হয়েছি, এই সমর্থন আনন্দ দিয়েছে।’