November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 28th, 2023, 7:39 pm

আলোচনায় ‘হোটেল রিল্যাক্স’

অনলাইন ডেস্ক :

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে প্রচার হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ঈদে উপলক্ষে ছয় পর্বের তারকাবহুল সিরিজটি গত সোমবার মুক্তি পায়। এরপর থেকেই বেশ আলোচনা সৃষ্টি করেছে। সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে।

নানান কিসিমের সেসব মানুষের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা। অ্যাপে মুক্তির দুই দিনের মধ্যে ‘হোটেল রিল্যাক্স’ দেখে দর্শকরা বলছেন, ফান কমেডি ধাঁচের গল্পটি তাদের মজা দিয়েছে। বিশ্বব্যাপী ওটিটির কনটেন্টগুলোতে দর্শকরা ক্রাইম-থ্রিলার গল্প দেখে অভ্যস্ত। গতানুগতিক ধারার সেই পথে হাঁটতে চাননি ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি।

তিনি বলেন, ‘সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি। টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এ কাজটির মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি। যেটি স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন। ভালো কাজগুলো দর্শকদের সাপোর্ট পেলে আগামীতে আরো বড় আয়োজনে কনটেন্ট নির্মিত হবে।’

হোটেল রিল্যাক্সের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এ ছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বঙ্গর প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দর্শকদের চাপ সৃষ্টি হয়েছে। বঙ্গর ক্যাপাসিটি ব্রেক করছে। লাইভ ক্রিকেট ম্যাচ প্রচারে যেমন দর্শকের সাড়া পড়ে একইভাবে এই সিরিজটি দেখতে দর্শকের সাড়া মিলছে।