November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 21st, 2023, 7:52 pm

আসছে ঈদে মুক্তি পাচ্ছে না ‘নেত্রী’

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল ভক্তদের জন্য মন খারাপের খবর, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না তাঁর ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা। গেল কয়েক বছর ঈদ মানেই সিনেমা হলে ছিলেন অনন্ত। সবশেষ ঈদেও মুক্তি পেয়েছে তাঁর ‘কিলহিম’ সিনেমা। ঈদে সিনেমাটি মুক্তি না পাওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছেন, ‘বেশ কিছু জটিলতায় সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।’

‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও তুরস্কের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। অনন্তের স্ত্রী বর্ষা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।