July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 20th, 2022, 7:21 pm

ঋদ্ধিমানের হৃদয় ভেঙেছে দাদা

অনলাইন ডেস্ক :

আন্তর্জতিক ক্যারিয়ারটা বোধহয় শেষই হয়ে গেল ভারতের বর্ষীয়ান বাঙালি উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার। স¤প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট দলে তার নাম নেই। মূল কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সঙ্গে বিকল্প হিসেবে রাখা হয়েছে শ্রিকার ভারতকে। অথচ, তিনমাস আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী তাকে আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার। সেই আশ্বাসের বাস্তবায়ন না দেখে ঋদ্ধিমানের হৃদয়রে রক্তক্ষণ হচ্ছে। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার এক সাক্ষাতকারে বলেছেন, ‘হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট আমাকে আগেই বলেছিল যে আমাকে বিবেচনায় নেওয়া হবে না। এতদিন তা বলতে পারিনি, কারণ ভারতীয় দলের সেটআপে ছিলাম। এমনকি কোচ রাহুল দ্রাবিড় পরামর্শ দিয়েছিলেন অবসর নিয়ে ভাবতে। গত নভেম্বরে যখন নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে ব্যথানাশক ট্যাবলেট খেয়ে ৬১ রানের ইনিংস খেললাম, তখন দাদা (সৌরভ) আমাকে হোয়াটসঅ্যাপে অভিনন্দন জানিয়েছিলেন। এটাও বলেছিলেন যে, তিনি যতদিন বোর্ডের ক্ষমতায় আছেন, আমার কোনো সমস্যা হবে না। ‘রাহুল দ্রাবিড়ের সেই বক্তব্যের চেয়েও সৌরভের কথা না রাখা পীড়া দিচ্ছে ঋদ্ধিমানকে, ‘বোর্ড প্রধানের কাছ থেকে এমন কথা শুনে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। কিন্তু বুঝতে পারছি না, সবকিছু এত দ্রæত কীভাবে বদলে গেল! অবশ্যই দাদার ব্যাপারটা বেশি আঘাত দিয়েছে। কারণ দাদা নিজে থেকেই ম্যাসেজ পাঠিয়েছিলেন। কিন্তু এরপর এমন ব্যবহার পেলাম। আজীবন কেউ খেলবে না। কিন্তু কাউকে বিদায় জানানোর একটা পদ্ধতি তো আছে। আমি এতটাও খারাপ পারফরম্যান্স করিনি যে আমাকে একেবারে তাড়িয়ে দেবে!’