April 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 7:25 pm

এবারই প্রথম শুটিংয়ে নিজের জন্মস্থানে কাজী হায়াৎ

অনলাইন ডেস্ক :

তারকা পরিচালক কাজী হায়াৎ এরইমধ্যে ৫১টি ছবি নির্মাণ করেছেন। বেশির ভাগ ছবিই ব্যবসাসফল, কুড়িয়েছে সমালোচকদের প্রশংসাও। হায়াতের সর্ভশেষ ছবি ‘বীর’ কয়েকটি শাখায় এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এর মধ্যে কাজী হায়াৎ সরকারি অনুদানের ছবি ‘জয় বাংলা’র প্রথম লটের শুটিং শেষ করেছেন। অর্ধশত ছবির পরিচালক প্রথমবার নিজের জন্মস্থান গোপালগঞ্জে শুটিং করছেন। গোপালগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে ‘জয় বাংলা’র দ্বিতীয় লটের শুটিং। গোপালগঞ্জে শুটিংয়ের অনুভূতির কথা বলতে গিয়ে আবেগী কাজী হায়াৎ বলেন, ‘চোখের সামনে ছোটবেলার হাজার স্মৃতি ভাসছে। যেখানে যেখানে শুটিং করছি সে স্থানগুলো একদম আমার চিরচেনা। নিজের জন্মস্থানে শুটিংয়ের ইচ্ছে আমার দীর্ঘদিনের। আগেও কয়েকটি ছবির শুটিংয়ের পরিকল্পনা করেছিলাম এখানে, শেষ পর্যন্ত কোনোটিরই হয়নি। এবার আমার আশা পূর্ণ হলো। ’ ‘জয় বাংলা’ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী কাজী হায়াৎ। ছবিটি সম্পর্কে তিনি বলেন, ‘আমি সব সময় নিজের ছবিতে দেশ ও জাতির নিপীড়নের কথা তুলে ধরেছি। প্রতিটি ছবিতেই যুবকদের সত্যের পথ দেখিয়েছি। এ ছবিটিও তার ব্যতিক্রম নয়। আমি মন দিয়ে ছবিটি নির্মাণ করছি। বাপ্পী ও জাহারা মিতু দারুণ অভিনয় করছে। আশা করছি, ছবিটি মুক্তি পেলে তাঁরা জুটি হিসেবেও শক্ত অবস্থানে যাবে।’