June 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 16th, 2023, 8:16 pm

এবার আইটেম গানে রেশমি মির্জা

অনলাইন ডেস্ক :

আলোচিত কণ্ঠশিল্পী রেশমি মির্জা এবার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন। এস কে সমীরের সঙ্গীতায়োজনে ‘ফুলজান সিনেমার ‘হাবুডুবু’ শিরোনামের গানে কণ্ঠ দেন তিনি। গানটির কথা ও সুর করেছেন সিনেমাটির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু। ফোক ও আধুনিক গানে পারদর্শী কণ্ঠশিল্পী রেশমি মির্জা গান প্রসঙ্গে বলেন, চলচ্চিত্রের আইটেম গান গাইলাম এটাই প্রথম। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেজ শো এর পাশাপাশি আমার অনেকগুলো মৌলিক গানের মিউজিক ভিডিও এর আগে দেশের বিভিন্ন অডিও লেভেল থেকে প্রকাশিত হয়েছে। সংগীতপরিচালক এস কে সমীর ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ যদিও আমরা একই এলাকার মানুষ কিন্তু এর আগে কখনো আমাদের একসাথে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। সমীর ভাইয়ের অত্যন্ত সুন্দর সংগীতায়োজনে আমি মনে করি চলচ্চিত্রের আইটেম গান হিসাবে এই গানটি শ্রোতাদের মন জয় করবে। সিনেমার পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু বলেন, সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী আইটেম গানটির প্রয়োজন অনুভব করি তাই নিজেই কথা ও সুর রেডি করে এস কে সমীর ভাইয়ের সঙ্গীতায়োজনে এত সুন্দর একটি গানের কাজ সমাপ্ত করেছি। সংগীত পরিচালক এস কে সমীর বলেন, এই সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। ফিল্মের গানের কাজ এর আগেও আমি করেছি কিন্তু আইটেম সং এর কাজ এটা আমার প্রথম। এই ধরনের গানের কাজ এর আগে অন্যান্য অ্যালবামের জন্য আমার করার অভিজ্ঞতা ছিল। যে কারণে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দরভাবে এই গানটির কাজ করবার জন্য। গানটির সাইড ভয়েস ও আমি দিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।