December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 7:02 pm

এলডিসি থেকে উত্তরণ মসৃণে শিগগিরই জাতীয় কৌশলপত্র প্রণয়ন: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ মসৃণ করতে ‘জাতীয় মসৃণ উত্তরণ কৌশল’ প্রণয়নের পদক্ষেপ নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশে উত্তরণ মসৃণ করতে একটি জাতীয় মসৃণ উত্তরণ কৌশল প্রণয়নের প্রক্রিয়া চলছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার সব ধরনের নির্দেশনা কৌশলপত্রে অন্তর্ভুক্ত করতে হবে।’
রবিবার স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।
প্রধানমন্ত্রী পুঙ্খানুপুঙ্খ গবেষণা ও জরিপ করে তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি সময় উপযোগী কৌশলপত্র প্রণয়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ইআরডি সচিব রাবাব ফাতিমা অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

—-ইউএনবি