October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 11th, 2021, 8:09 pm

এলপিএল’র চুড়ান্ত প্লেয়ার ড্রাফটে বাংলাদেশি ৮ ক্রিকেটার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের কারণে বারবার পিছিয়ে অবশেষে গত বছর মাঠে গড়িয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। এবারের আসরের জন্য আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ক্রিকেটারদের নাম জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। চুড়ান্ত প্লেয়ার ড্রাফটে নাম উঠেছে ৮ বাংলাদেশি ক্রিকেটারের। তালিকায় আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহম্দুউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস এবং এবাদত হোসেন। এ ছাড়া ক্রিস গেইল, ডেভিড মালান, ফাফ ডু প্লেসি, শহিদ আফ্রিদি, জেমস ফকনারসহ বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররাও নিবন্ধন করেছেন এলপিএলে। ভারতের দুই ভাই ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের নামও আছে প্লেয়ার ড্রাফটে। মোট ৬৯৯ জন বিদেশি ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ২২৫ জনের নাম চূড়ান্ত অনুমোদন দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। এলপিএলের নীতি অনুযায়ী, একটি দলের স্কোয়াডে সর্বোচ্চ ৬ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। আগামী ৫ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এলপিএলের এবারের আসর। মোট ম্যাচ হবে ২৪টি। গত বছর এলপিএলের প্রথম আসরে অবশ্য ২৩টি ম্যাচ হয়েছিল।