October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 10th, 2023, 7:48 pm

‘ওয়েডিং কাপল’ তৌসিফ-পায়েলের গল্প

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন তারা। ফের জুটি বাঁধলেন তৌসিফ-কেয়া। ‘ওয়েডিং কাপল’ শিরোনামে একটি নাটকে তাদের দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পের নায়ক রাফি ও তার পরিবার যখন বিয়ের জন্য রিয়াকে দেখতে যায়, তখন বাধে বিপত্তি। কিন্তু তাদের দুজনের প্রতি দুজনের একটা ভালো লাগা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পে রাফি ও রিয়ার প্রেম পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে শেষটায় থাকছে ভালোবাসার চমক। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’ নাটকে। খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।