November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 3rd, 2024, 3:32 pm

গঙ্গাচড়ায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় পিসি, এপিসি ও আনসার-ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি অফিসার গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান ।

এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সব পিসি, এপিসি ও আনসার-ভিডিপি সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।