কক্সবাজারের চকরিয়ায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বানিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।
নিহতরা হলেন- হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।
ইমন চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
নকল ও নিম্নমানের বীজ দেশের কৃষি উৎপাদনকে ঝুঁকিতে ফেলছে
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২
সাংবাদিক শামসকে মুক্তি দিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন: টিআইবি