জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের হাতিয়ায় পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৬ জন।
শনিবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির হাতিয়ায়এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে হাতিয়ায় বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের থাকা এক নারীসহ তিনজন মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপের লোকও রয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন
অভিযোগ যাচাই-বাছাইয়ে দুদকের কোনো বিধি নেই
পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের জন্য উপযুক্ত জবাব: প্রধানমন্ত্রী
৩ জেলায় আরও চাল, নগদ টাকা ও শুকনো খাবার বরাদ্দ সরকারের