অনলাইন ডেস্ক :
আবুধাবি টি-টেন ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এবারের খেলোয়াড় ড্রাফটের জন্য ৭৮২ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল ও লিটন দাসের নাম আছে। সরাসরি সাইনিংয়ে সাকিব আল হাসানকে ধরে রেখেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চ্যাইজি বাংলা টাইগার্স। গত আসরেও দলটির হয়ে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব ছাড়াও বাংলা টাইগার্স ধরে রেখেছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তফাকে।
ড্রাফটের আগেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে সরাসরি দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। অন্যদিকে দিল্লির সরাসরি সাইনিং আম্বাতি রাইডু। খেলোয়াড় ড্রাফটে পাকিস্তানের শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজের সঙ্গে আদিল রাশিদ, ক্রিস লিন, মোহাম্মদ নবীদের মতো তারকারাও রয়েছেন। টি-টেন লিগে অংশ নেওয়া আটটি দল হলো―বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউ ইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা