November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 4:10 pm

ঢাকায় কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং’ এর ২০ সদস্যকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিনিয়র এএসপি ও র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা ও কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে যে তারা মাদক বিক্রি, ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

—-ইউএনবি