অনলাইন ডেস্ক :
হাঁটুর ইনজুরির কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা। টটেনহ্যামের বিপক্ষে রোববার লন্ডন ডার্বিতে জাকা ইনজুরিতে আক্রান্ত হন। টটেনহ্যামের ফরোয়ার্ড লুকাস মৌরার সাথে ধাক্কা লেগে জাকা ইনজুরিতে পড়েন। গুরুতর এই ইনজুরির কারণে সুইস জাতীয় দলের এই মিডফিল্ডারের এ বছর আর মাঠে নামা হচ্ছেনা। আর্সেনালের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘স্ক্যান রিপোর্টে জাকার হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরি ধরা পড়েছে। লন্ডনে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে জানা গেছে আপাতত কোন অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ইতোমধ্যেই জাকার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে আগামী তিন মাসের মধ্যে সে মাঠে ফিরে আসবে। যত দ্রুত সম্ভব জাকা যাতে মাঠে ফিরতে পারে সেজন্য ক্লাবের প্রত্যেকেই তাকে সহযোগিতা করছে।’ আন্তর্জাতিক বিরতির আগে আগস্টে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৫-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন জাকা। রোববারের ম্যাচটি ছিল নিষেধাজ্ঞা কাটিয়ে জাকার প্রথম মাঠে ফেরা। এর আগে করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় বেশ কিছুদিন মাঠে বাইরে ছিলেন জাকা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা