July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 11th, 2024, 1:35 pm

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্যাংক লরি, নৈশ প্রহরীসহ নিহত ২

দিনাজপুর জেলা সদরের কাউগাঁ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাংক লরি রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ায় এক নৈশ প্রহরীসহ ২ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (১১ মে) ভোর সোয়া ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে৷

ট্যাংক লরিসহ চালক ও হেলপারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, ফুলবাড়ী উপজেলা হয়ে একটি ট্যাংক লরি গন্তব্যে যাওয়ার সময় জেলা সদরের কাউগাঁ মোড়ে সকাল সোয়া ৫টার দিকে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় লরিটি রাস্তার পাশে আব্দুস সোবহান নামের একজনের চায়ের দোকানে ঢুকে পড়ে।

তিনি আরও বলেন, এতে চায়ের দোকানে অবস্থান করা নৈশ প্রহরী আজাহার আলী দুর্ঘটনাস্থলে নিহত হন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর মারা গেছেন রানা নামে একজন ক্রেতা।

নিহত নৈশ প্রহরী আজাহার আলী (৬০) জেলা সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে। ক্রেতা রানা (২৫) জেলা সদরের কাউগা হাটখোলা গ্রামের বাসিন্দা।

থানার উপপরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে লরির চালক কুষ্টিয়া জেলার রাহিনী বটতলা মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে রাজু খন্দকার (২৯) এবং হেলপার একই জেলার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে সোহাগকে (১৯) লরিসহ আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

—–ইউএনবি