October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 8:08 pm

দুই দশক পর প্রিন্স মাহমুদ-মিজানের যুগলবন্দী

অনলাইন ডেস্ক :

গানপ্রিয় শ্রোতাদের কাছে ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ প্রিন্স মাহমুদের সুরে সৃষ্ট গান। সেই ১৯৯৫ সাল থেকেই প্রতি ঈদে গান উপহার দিয়ে আসছেন এই কিংবদন্তি গীতকবি-সুরকার-সংগীত পরিচালক। ব্যতিক্রম ঘটছে না এবারও। বরং এই ঈদে আরও চমকপ্রদ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেই চমকের নাম মিজান। ‘ওয়ারফেইজ’ খ্যাত এই ব্যান্ড তারকা পাক্কা ২২ বছর পর প্রিন্স মাহমুদের সুরে গাইলেন। গানের শিরোনাম ‘এমন হয়নি আগে’। ঈদ উৎসবে জি সিরিজ থেকে প্রকাশ হতে যাচ্ছে গানটি। প্রিন্স মাহমুদ জানালেন, ২০০০ সালের ঈদে প্রকাশ হয়েছিল তার সুরে ‘স্রোত’ অ্যালবামটি। সেখানে মিজানের কণ্ঠে ‘আজ আপন কাল পর’ শিরোনামের একটি গান ছিল। যা শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পায়। এরপর মিজান যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেইজ’-এ। ব্যান্ড নিয়ে ব্যস্ততায় আর একক গানে ফিরতে পারেননি। দুই দশক পেরিয়ে ফের কথা-সুরে এক হলেন প্রিন্স-মিজান। বিশেষ এই গান নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘এটি রক ধারার গান। নব্বই দশকে যে ধরনের গান করতাম, ইচ্ছে করেই সেই ফিল আনার চেষ্টা করেছি। ওই সময়টাকে একটু মনে করার চেষ্টা আরকি। আমাদের গান যারা শুনতেন বা শোনেন, আমার মনে হয় তাদের কাছে ভালো লাগবে।’ এ গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সংগীতায়োজন করেছেন সাইদ সুজন। গানটির একটি ভিডিওচিত্র বানানো হচ্ছে। যেটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। গানটি উৎসর্গ করা হবে সাউন্ড ইঞ্জিনিয়ার প্রয়াত ইমরান আহমেদ চৌধুরী মবিনকে। উল্লেখ্য, ২০১৬ সালে ‘ওয়ারফেইজ’ অধ্যায়ে ইতি টানেন মিজান। বর্তমানে ‘মিজান অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি ব্যান্ড পরিচালনা করেন তিনি।