October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 8:45 pm

দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৬ নারী

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ছয় নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বুধবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন-মাগুরার আব্দুস শুকুরের মেয়ে মৌমিতা (২২), যশোরের শার্শা উপজেলার গফফার আলীর মেয়ে জরিনা বেগম (২৩), ঢাকার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার (২০), একই এলাকার আবিদ মিয়ার মেয়ে সীমু (২২), জব্বার খানের মেয়ে জারা খান (২১) ও শেরপুরের জাবেদ আক্তারের মেয়ে রিয়া আক্তার (২১)।

জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারীরা তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।

—ইউএনবি