October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 4th, 2021, 7:03 pm

ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার নাগরিককে নির্যাতনে হত্যা

অনলাইন ডেস্ক :

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে গত শুক্রবার একটি কারখানার ব্যবস্থাপককে নির্যাতন করা হয়েছে। এতে ওই ব্যক্তির মৃত্যু হলে পরে তাঁর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। পাকিস্তানের পুলিশ জানায়, দলবদ্ধ নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়া প্রিয়ান্তা কুমারা শ্রীলঙ্কার নাগরিক। শিয়ালকোটের একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন তিনি। এ ঘটনার মূলহোতাসহ অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনাকে ‘ভয়ানক ও বেআইনি হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি পাকিস্তানের জন্য লজ্জাজনক। আমি তদন্ত কার্যক্রম তদারক করছি, এ ক্ষেত্রে কোনোরকম ভুল করা যাবে না। যারা জড়িত, আইনের সর্বোচ্চ ব্যবহার করে সবার শাস্তি নিশ্চিত করা হবে। গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে।’ পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ ঘটনাকে নিন্দনীয় ও লজ্জাজনক বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, চিফ অব স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। পাঞ্জাবের বিশিষ্ট আলেম তাহির মেহমুদ আশরাফি ঘটনার পর আলেমদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সংঘবদ্ধ নির্যাতনে হত্যার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলেছেন, এ ঘটনার মধ্য দিয়েই ‘ইসলামের অবমাননা করা হয়েছে।’