November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 9:30 pm

নড়াইলে ৯ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

নড়াইলের সীমান্তবর্তী যশোর অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নের চন্দ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

জানা গেছে, বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের শীতলবাটি গ্রামের রায়হান ফকিরের ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে কিছুক্ষণের মধ্যে একই গ্রামের রোশান মীনার দুইটি, ইকবাল ফকিরের তিনটি, কিফায়েত হোসেনের তিনটি দোকান এবং কামরুল মোল্যার মুদি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রায়হান ফকির জানান, তার দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তার অর্ধ কোটি টাকাসহ সবার মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দুর্গম এলাকা বিধায় নড়াইলের কালিয়া থেকে ফায়ার সার্ভিস রওনা হলেও তিনটি নদী পার হয়ে ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।

এদিকে পিরোলি পুলিশ ফাঁড়ি ও যশোরের অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটিম্যান ইয়াসিন আলী জানান, অগ্নিকাণ্ডের খবর শোনার পর ঘটনাস্থলে যাবার পথে জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।

—ইউএনবি