December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 9:15 pm

বছর শেষে প্রেক্ষাগৃহে ‘বীরাঙ্গনা ৭১’

অনলাইন ডেস্ক :

মহান মুক্তিযুদ্ধে বর্বর পাক হানাদার বাহিনী দ্বারা সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন নাট্যাভিনেতা শাহেদ শরীফ খান ও শিরিন শিলা। পরিচালনার পাশাপাশি এর সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। আগামীকাল শুক্রবার সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে।  বুধবার (২৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এ সময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমার অংশ হতে পারে আনন্দিত অভিনেত্রী, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। তিনি বলেন, বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তিযুদ্ধের এই সিনেমাটিতে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। মুক্তিযুদ্ধের কিছুর সাথে যুক্ত থাকতে পারা সৌভাগ্যের। এই সময়ে এই ধরনের সিনেমা নতুন প্রজন্মের সবারই দেখা উচিত।অনেকেই মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণে আগ্রহী হয় না দর্শক দেখবে না বলে।তবে প্রযোজক-পরিচালক চ্যালেঞ্জং নিয়ে সিনেমাটি নির্মাণে এগিয়ে এসেছে। সিনেমাতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, সুমনা সোমা, ইমতু রাতিশ, মৌরি মাহাদি, প্রাণ রায়, বড়দা মিঠু, আশরাফ কবির, আহেমদ সাব্বির রোমিও প্রমুখ।