November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 8:28 pm

ববিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক অমিত হাসান রক্তিম ও মাইদুর রহমান এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমর্থক মহিউদ্দিন আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মানের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। দুই গ্রুপের সদস্যরা একে অপরের ওপর হামলা চালালে এতে মাইদুর, মহিউদ্দিন ও রুম্মানসহ সাতজন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

—ইউএনবি