November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 8:11 pm

বিজনয়গরে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস এর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার ২৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কলেজের হল রুমে উক্ত কলেজের অধ্যক্ষ মো: ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো: হাসান।

উক্ত অনুষ্ঠানে সভারত্ন হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, আজিজুল ইসলাম দুলাল, শিক্ষকবৃন্দ প্রেসক্লাব বিজয়নগরে সেক্রেটারি জিহাদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন ও তাদের মাঝে নতুন বই, খাতা বিতরণ করা হয়।
প্রধান অতিথি মির্জা মোঃ হাসান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার পরামর্শ দেন এবং স্মার্ট ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।