October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 5th, 2023, 8:19 pm

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘ব্ল্যাক ওয়ার’

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তার অভিনীত বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। প্রেক্ষাগৃহে মুক্তির অনুমিত পেল সিনেমাটি। ফলে আগামী ১৩ জানুয়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। গত রোববার সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। এরপর গত মঙ্গলবার বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একইসঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন। এ তথ্য নিশ্চিত করেন প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার। তিনি বলেন, সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে। পুলিশ অ্যাকশন নির্ভর থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’সিনেমার দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ব্ল্যাক ওয়ারে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে একটি গানে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’সিনেমার প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।