অনলাইন ডেস্ক :
গত ১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসরের। ঢাকায় শুরু হয়ে বিপিএল সিলেট-ঢাকা-চট্টগ্রাম হয়ে ফের ঢাকায় ফিরেছে। ৪৬ ম্যাচের মধ্যে ইতোমধ্যে ৪০টি অনুষ্ঠিত হয়ে গেছে। বাকি আছে আর ছয়টি। এই ছয় ম্যাচের জন্য বিসিবি টিকিটের মূল্য প্রকাশ করেছে। প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল মাঠে গড়াবে ১ মার্চ। শেষ ছয় ম্যাচের দাম প্রকাশ করলেও দাম বাড়ায়নি আয়োজকরা। টিকিট আগের দামেই পাওয়া যাবে।
সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুথগুলোতে টিকিট পাওয়া যাবে। এ ছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম-সংলগ্ন নির্ধারিত বুথেও মিলবে টিকিট।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা