অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি এক লাখ ৪২ হাজার ৪৮১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ পাঁচ হাজার ৭১৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৯ লাখ ২১ হাজার ৪০৫ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৯৭ হাজার ৩৪ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৫১০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৪৩ জনে।
আরও পড়ুন
চাঁদাবাজির প্রতিবাদ করায় মারধর; প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাস চলাচল বন্ধ
আইভরি কোস্টে বাস ও ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩, আহত ৪৬
ভারতের মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত ৬