November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 19th, 2023, 7:54 pm

বিয়ের বিষয় খোলাসা করলেন পরিণীতি?

অনলাইন ডেস্ক :

কয়েক দিন থেকেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার প্রেম ও বিয়ের খবরে চর্চিত বলিউডপাড়া। তাদের দুজনকে একসঙ্গে বেশ কিছু জায়গায় দেখাও গেছে। তবে তারা বিয়ে কিংবা প্রেম প্রসঙ্গে এতদিন যদিও টুঁ শব্দটি করেননি। দেরিতে হলেও এবার বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন পরিণীতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেছেন, ‘আমি ক্যারিয়ারে সফলতা পেয়েছি, তাই আমায় নিয়ে জল্পনা চলছে। যেকোনো অভিনেতাকে নিয়েই আলোচনা চলে। তাদের নিয়ে খবর হয়। পাপারাজ্জিদের নজরবন্দি থাকবে তারা।’ এরপরই তিনি বলেন, ‘ব্যক্তিগত প্রশ্ন করা আর অসম্মান করার মধ্যে ফারাক থাকে। সেটা সবার বোঝা উচিত।’ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পরিণীতি এবং রাঘব বহুদিন ধরেই একে অন্যকে চিনতেন। পছন্দ করতেন। এরপর দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বলা শুরু হলে তারা একে অন্যের সঙ্গে ডেটে যান। তবে বিয়ে কবে হবে সেটা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে।