অনলাইন ডেস্ক :
ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ মা হচ্ছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে খবরটি তিনি নিজেই জানিয়েছেন। এ খবরে তার অনুসারীদের মাঝে উচ্ছ্বাস ও কৌতূহল দুটোই কাজ করছে। কেননা অভিনেত্রী এখনও অবিবাহিত। ইনস্টাগ্রামে বাচ্চাদের একটি জামা ও একটি লকেটের ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। এর মধ্যে জামার গায়ে লেখা ‘রোমাঞ্চকর অভিযান শুরু’। আর অভিনেত্রীর গলায় ঝোলানো লকেটটিতে লেখা রয়েছে ‘মামা’। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখতে তর সইছে না আর।’ ইলিয়ানার এই পোস্টে তার মা সামিরা ডি’ক্রুজ মন্তব্য করেছেন, ‘শিগগিরই আমার নাতি-নাতনিকে পৃথিবীতে স্বাগতম জানাচ্ছি। অপেক্ষা সইছে না।’ ইলিয়ানার মাতৃত্বের এই আচমকা ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। কারণ ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী এখনও দাম্পত্য জীবনে পা রাখেননি। তাই এ নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন তার পোস্টে। যদিও বর্তমান সময়ে সিঙ্গেল প্যারেন্টিং অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এদিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিন লরেন্ট মাইকেলের সঙ্গে ইলিয়ানার প্রেমের গুঞ্জন রয়েছে। কিছু দিন আগে মালদ্বীপে সেবাস্টিনের জন্মদিনে অংশ নিয়েছিলেন ইলিয়ানা। বিষয়টি নিয়ে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে করন জোহরও কথা বলেছিলেন। ক্যাটরিনার উদ্দেশে তার ভাষ্য ছিল এমন, ‘আরও কিছু বলিউড সংযুক্তি তোমার পরিবারে রয়েছে, যেমন ইলিয়ানা। কিন্তু আমাদের সেটার নিশ্চয়তা দিতে হবে না। মালদ্বীপ ট্রিপের কিছু ছবি আমরা দেখেছি এবং আমি আমার মাথায় অঙ্ক মিলিয়েছি।’ এরপর ক্যাট জবাব দেন, ‘করন সব কিছু দেখে। তার চোখে কিছু এড়ায় না।’ করন জোহর ও ক্যাটরিনার মন্তব্যের সূত্রে ইলিয়ানা-সেবাস্টিনের প্রেমের গুঞ্জন আরও পোক্ত হয়। তবে তারা নিজেরা অবশ্য এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন
দক্ষিণী তারকার সাথে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা
আবারও সিনেমা হলে আসছে ‘সাঁতাও’
নাগরিক প্রেমিকদের নিয়ে সিনেমা ‘আন্তঃনগর’