অনলাইন ডেস্ক :
ভালোবাসা দিবসে বৈশাখী টিভির পর্দায় এই প্রথম জুটি হয়ে আসছেন ফারিয়া শাহরিন ও রাশেদ সীমান্ত। ভ্যালেন্টাইনস ডে’র বিশেষ নাটক ‘ইয়েস স্যার’। প্রচার হবে আজ মঙ্গলবার রাত ১০ টা ২১ মিনিটে। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটিটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। রাশেদ সীমান্ত, ফারিয়া শাহরিন ছাড়াও আরো অভিনয় করেছেন, গোলাম কিবরিয়া তানভির, টিউলিপ চৌধুরী, রকি খান, শিখা মৌসহ অনেকে। নাটক প্রসঙ্গে লেখক টিপু আলম মিলন বলেন, তানভীর একটি গ্রুপ অব কম্পানির সিইও। তারই কম্পানির একজন অধীনস্থ কর্মচারী রাশেদ। মালিক কর্মচারীর সম্পর্কের বাইরেও তাদের আরো একটি পরিচয় আছে। ব্যক্তি জীবনে তানভীর এবং রাশেদ স্কুল জীবনের সহপাঠী। রাশেদ মেধাবী এবং মনোযোগী ছাত্র হলেও তানভীর ছিল শৃঙ্খলা ছাড়া। তাই স্কুল জীবনে তানভীরের সাথে রাশেদরা মিশতো না। কিন্তু সেই তানভীরই জামান চৌধুরীর একমাত্র মেয়ের সাথে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে এবং তাকে বিয়ে করে চৌধুরী গ্রুপে অব কম্পানির মালিক বনে যান। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি।
আরও পড়ুন
পুলিশের পোশাক পরে যা বললেন অনন্ত জলিল
বেঙ্গালুরু উৎসবে জয়ার জয়, পারলেন না ফারিয়া
ইভেন্ট উপস্থাপনায় ব্যস্ত সূচনা