কুমিল্লায় নামাজরত মুসল্লিকে কুপিয়ে মারাত্মক আহত করা মামলার প্রধান আসামিকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, মঙ্গলবার কুয়েতে পালানোর চেষ্টাকালে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি শবে মিরাজের রাতে সোলেমান(২৮) নামে এক যুবককে বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় একাধিক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৬টায় ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানায় দুই ভাই মোঃ রফিক এবং মোঃ সুমনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ঘটনার পরই প্রধান আসামি কুয়েত প্রবাসী মোঃ রফিক (৩৫) কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন এবং বিকালের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন।
কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার থেকে তাকে আটক করেন।
পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশের সাথে যোগাযোগ করে প্রধান অভিযুক্ত রফিকের পরিচয় সম্পর্ক নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ।
অভিযুক্তের নামে থাকা মামলায় রফিককে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মামলার ২ নাম্বার আসামি মোঃ সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী।
তাকেও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
চলতি অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪০%: বাণিজ্য উপদেষ্টা
আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস
সিরাজগঞ্জের মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৬