December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 21st, 2024, 8:36 pm

মাথাপিছু আয় এখন ২৭৮৪ মার্কিন ডলার: বিবিএস

ফাইল ছবি

চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার, যা গত অর্থবছরের তুলনায় সামান্য বেড়েছে।

সোমবার (২০ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

চলতি অর্থবছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। অর্থনৈতিক পরিস্থিতির বিদ্যমান প্রবণতা থেকে এই তথ্য প্রস্তুত করেছে বিবিএস।

বিবিএস বলছে, ২০২৩-২৪ অর্থবছর শেষে অস্থায়ী জিডিপির প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৮২ শতাংশে, যা আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

বর্তমানে মাথাপিছু আয় ৩ লাখ ৬১ হাজার টাকা, যা গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার টাকা।

টাকার অবমূল্যায়নের কারণে স্থানীয় মুদ্রায় মাথাপিছু আয়ের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে বিবিএস।

—–ইউএনবি