November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 12th, 2023, 8:22 pm

“মায়ের তুলনা কারও সঙ্গে হয় না”

অনলাইন ডেস্ক :

বিশ্ব মা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন। গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। এটির সুর-সংগীত করেছেন আদিব কবির। এম এইচ রিজভীর পরিচালনায় গানটিতে ভিডিওতে মায়ের ভূমিকায় মডেল হয়েছেন গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ও তানজিন তন্দ্রা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে গায়িকা তারান্নুম আফরীন বলেন, ‘মায়ের তুলনা কারও সঙ্গে হয় না।

মা হচ্ছেন সবকিছুর উপরে। আজ পৃথিবীতে আমার মা নেই; সেই শূন্যতা কিছু দিয়ে পূরণ হবার নয়। মাকে নিয়ে গান করতে পারাটা ভীষণ ইমোশনাল ছিল আমার জন্য। আমার জীবনে সব অর্জনের পিছনে আমার মায়ের অবদান। মা দিবসে গানটির ভিডিও কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে অবমুক্ত হবে।